ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরের ঔষধি গ্রামে ‘কমলা বিপ্লব’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫০, ১৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

নাটোরের ঔষধি গ্রামখ্যাত লক্ষীপুরের খোলাবাড়িয়া ইউনিয়ন। এই গ্রামের সমতল জমিতে প্রথম কমলা চাষ করে সাড়া ফেলেছেন শিক্ষক জাকির আহমেদ উজ্জ্বল। অথচ এখানকার মাটি কমলা চাষের উপযোগী নয়, এমন যুক্তিতে অনেকেই তাকে নিরূৎসাহিত করেছিলেন। তারপরও দমে যাননি উজ্জ্বল।

২০১৯ সালে চুয়াডাঙ্গা থেকে চায়না জাতের কমলার চারা এনে সদর উপজেলার গাজির বিল এলাকার দুই বিঘা জমিতে লাগান উজ্জ্বল। তিন বছরের মাথায় গাছে ফল আসে। এখন তার কমলা বাগান দেখতে ভিড় করেন অনেকেই। 

উজ্জ্বলের বাগান দেখে অনেকেই উৎসাহিত হয়ে কমলা চাষে আগ্রহের কথা বলছেন।

নাটোরের সমতল ভূমিতে কমলা চাষের সফলতায় আশাবাদী স্থানীয় কৃষি বিভাগও। উদ্যোক্তা উজ্জ্বলকে নানাভাবে সহযোগিতাও দেওয়া হচ্ছে বিভাগ থেকে। 

সরকারের পাশাপাশি বেসরকারি সহায়তা পাওয়া গেলে এই অঞ্চলে কমলা চাষ ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি